বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু হবে ৭ মার্চ থেকে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে।তাছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের শ্রীলঙ্কা সফরে ভাল কিছু আশা করছে।তাই ১৬ জনের দল ঘোষণা ১৬ জনের দল ঘোষণা।শ্রীলঙ্কা সফরে অধিনায়ক মুশফিকুর রহিম ঘোষিত দলে ফিরে এলেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ-ভারত টেস্ট সফরে তেমন ভাল না খেললেও খারাপ হয়নি । ভারত সফরে ওপেনিং ব্যাটসম্যানরা ভাল করতে না পারায় ফলাফল ভাল হয়নি।শ্রীলঙ্কা টিম তারা দেশের মাটিতে সর্বদাই শক্তিশালী। শ্রীলঙ্কা টিমের অধিনায়ক দলকে সর্বদাই ভাল খেলার পরামর্শ দিয়ে তাকে। সে মনে করে দেশের মাটিতে ভাল খেলব তার পাশাপাশি বিদেশের মাটিতেও ভাল খেলার অভিঙ্গতা রাকতে হবে।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে সাকিব-মুশফিকদের ভাল পারফরমেন্স।দলে ফিরছেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। তাছাড়া দলে বাদ পড়েছেন ইমরুল কায়েস।অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন অতি শীঘ্রই সে মাঠে খেলার জন্য নিজেকে আগের মত খেলার উপযোগি করে শতভাগ ফিট হয়ে আসবে।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও শুভাশীষ রায় চৌধুরী।