স্টাফ রিপোর্টারঃ
কনকা এবং গ্রে এর সৌজন্যে শেষ হলো কিশোরগঞ্জ জেলার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস এর প্রস্তুতি। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে ৮ টি ইভেন্টে ১০২ জন বালক-বালিকা এবং কর্মকর্তা অংশ নিচ্ছে। ১ এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ গেমসের ৩১ টি ইভেন্টের লড়াইয়ে এরই মধ্যে অংশ নিয়েছে কিশোরগঞ্জ কাবাডি, সাঁতার, কুস্তি, রাগবি এবং শ্যূটিং দল।
আজ শনিবার (৩এপ্রিল) রওনা হবে হকি দল এবং রবিবার রওনা হবে ভারোত্তোলন এবং উশু দল। কিশোরগঞ্জ জেলার ৮ টি দলের প্রস্তুতি এবং পোশাক এর জন্য স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা করেছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এর কনকা এবং গ্রে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর কাছে ১ লাখ টাকার চেক তুলে দেন পুবালি ইলেকট্রনিক্স এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম অপু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, পিপি শাহ আজিজুল হক, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ। বাংলাদেশ গেমসে কিশোরগঞ্জ জেলা দলের প্রস্তুতিতে কো স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে ম্যাক এবং ক্রাউন সিমেন্ট।