বাংলা সিরিজ ড্র

0

 

সিরিজের শেষ ম্যাচে ২৮১ রানের লক্ষ্যে নেমে ২১০ রানে অল আউট হয় বাংলাদেশ। ৭০ রানে হেরেছে টিম বাংলাদেশ।জয়ের লক্ষ্যে মাঠে নেমে ১১ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে হারিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ উইকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও সৌম্য সরাকর মিলে শুরুর ধাক্কাটা ভালই সামল দিয়েছেন। তবে ১৬তম ওভারের প্রথম বলেই সৌম্য ফিরে গেলে আবার ধাক্কা খায় বাংলাদেশ। এর পর মোসাদ্দেককে নিয়ে ঘুরে দাঁড়ানো চেষ্টা, তিনিও ফিরে যান ২২তম ওভারে।

মাহমদুল্লাকে নিয়ে লড়াইয়ের চেষ্টা করেন সাকিব। কিন্তু ২৩ তম ওভারে সাকিব চলে গেলে দল একেবারে খাদের কিনারে চলে যায়। এই পর্যায়ে ২টি করে উইকেট নিয়েছেন কুলাসেকারা ও পেরেরা।এর আগে ২১তম ওভারের প্রথম বলে নিজের অর্ধশতক পূরণ করেন সাকিব। এর জন্য ৭ বাউন্ডাারির সাহাযে তিনি ৬২ বল মোকাবেলায় করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ৬ উইকেট হরিয়ে টাইগাররা সংগ্রহ করেছে ১২৩ রান। তারও আগে আজ শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রথম ৩ ব্যাটসম্যানের মধ্যে তামিম ইকবার ৪ রান করলেও সাব্বির মুশফিক কোন রানই করতে পারেননি।

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে কুশাল মেন্ডিসের ব্যাটিং দৃঢ়তা আর থিসারা পেরেরার ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে ২৮০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। অবশ্য সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে গেছে বৃষ্টির পেটে। ফলে আজ লঙ্কানদের পরাজিত করতে পারলে নতুন ইতিহাস লিখবে বাংলাদেশ।

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে মাশরাফি বাহিনী।তার আগের ৬ ওয়ানডে সিরিজের একটিতে ড্র করে টাইগাররা। ২০১৩ সালের সফরে বৃষ্টিতে ভেসে যায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। এরপর ২০০৫/০৬ মৌসুমে বাংলাদেশ সফরে এসে সিরিজ জিতেছিল লঙ্কানরাই।

Share.

About Author