স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ২নং দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া নভেল ও তার সহযোগী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকর্মীদের দিয়ে আওয়ামী লীগের নেতকর্মীদের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অত্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরীর হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে দিলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতকর্মী ও সাধারণ লোকজন।
এসময় লিখিত বক্তব্যে সাবেক চেয়ারম্যান ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন খান শাফি বলেন, বর্তমান চেয়ারম্যানের সহায়তায় বিএনপির নেতকর্মীদের অত্যাচার ও মিথ্যা মামলায় আওয়ামী লীগের শত শত নেতকর্মীরা ঘর ছাড়া। তাই অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে আওয়ামী লীগ কর্মী মুজিবুর রহমান হত্যা মামলায় জড়িত আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় দিলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চন্দন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ী লীগের সাধারণ সম্পাদক মোঃ করিম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মইনুল হক, সমাজ সেবক হাজী আমরু মিয়া, হাজী বাছির উদ্দিন, মোঃ মঞ্জু মিয়া, নিহত আওয়ামী লীগ কর্মী মজিবুর রহমান মঞ্জুর স্ত্রী ফরিদা আক্তারসহ বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতকর্মীরা ছাড়াও সাধারণ জণগন উপস্থিত ছিলেন।