বাজিতপুরে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জের ধরে নর্মুজ আলী (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ( ৮ জুলাই) সকালে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের হৃষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নর্মুজ আলী একই এলাকার শাহপুর সাতানি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ জানায়, ঋষিপাড়ার লোকজনের সাথে পাওনা টাকাকে কেন্দ্রে করে বিরোধ ছিলো ভ্যান চালক নর্মুজ আলীর।মঙ্গলবার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বাজিতপুর আসার পথে হৃষিপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা করে। এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থা তাকে প্রথমে বাজিতপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্ত্রী সোমা বেগম জানান, হৃষি সম্প্রদায়ের কয়েকজনের সাথে তার স্বামীর বিরোধ ছিলো। কয়েকদিন ধরে তার স্বামীকে নানা ভাবে হুমকি দেয়া হচ্ছিলো। আজ হৃষিপাড়ার সামনের রাস্তা দিয়ে আসার সময় পূর্ব পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

বাজিতপুর থানার ওসি মো: মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এজহার পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেয়া হবে। হত্যার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

Share.