আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ফিশারীতে বান্ধবীদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাওমী জান্নাত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ঝাউগারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওমী জান্নাত উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের এমদাদ মিয়ার মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নরসুন্দা নদীর পাড়ে এলাকার রেনু মিয়া নামের এক ব্যক্তির একটি ফিশারীতে দুই বান্ধবীর সঙ্গে গোসল করতে যায় শাওমী। ফিশারীতে গোসল করতে নেমে হঠাৎ ডুবে যায় সে। পরে দুই বান্ধবী দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী শাপলা কুঁড়ি কিন্ডারগার্টেন এন্ড স্কুলের শিক্ষিকা উজ্জ্বলা বর্মণকে বিষয়টি জানায়। শিক্ষিকা উজ্জ্বলা বর্মন ছুটে গিয়ে অনেক খোঁজাখোঁজির পর তাকে উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর পরিবারের কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।