নিজস্ব প্রতিবেদকঃ
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বাহাদুরি দেখানোর জন্য নয়, ক্ষমতাকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যেই হোক ক্ষমতা ব্যবহার করতে হবে দায়িত্ব পালনে জনগণের কল্যানে ও মঙ্গলে। ক্ষমতার যেন অপপ্রয়োগ না হয় তা নিশ্চিত করতে হবে।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
স্বাস্থ্যখাতের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপতি আরো বলেন, করোনাকালীন সময়ে সরকারের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপের কারণে দক্ষাতার সাথে করোনা মোকাবেলা করতে পেরেছে বাংলাদেশ। করোনা মহামারিতে বাহিরের দেশ গুলো যখন অর্থনৈতিক অচলাবস্থা দূর্বল ছিল তখন সরকারের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ, সুদক্ষ পরিকল্পনা ও যোগ্য নেতৃত্বের কারণে কলকারখানা খোলা রাখার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল ছিল। এবং আমরা এখনও ভালো আছি।
নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশের বর্তমান ইউপি নির্বাচনে বিভিন্ন জায়গায় কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। তাই ইউপি নির্বাচনে সহিংসতা রক্ষায় স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে। যারা নির্বাচন করবেন জনগণের সেবা করার ইচ্ছা নিয়ে নির্বাচনে আসবেন। নির্বাচনের পর নিজের ক্ষমতা দিয়ে সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। সাধারণ ভোটাররা যেন ভোটের মাধ্যমে সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে সে জন্য প্রশাসনসহ জনপ্রতিনিধিদের প্রতি সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।
কিশোরগঞ্জ শহরের যানজট ও নরসুন্দা নদীয়ে নিয়ে রাষ্ট্রপতি বলেন, শহরে পর্যাপ্ত পরিমানে ইজিবাইক, অটোরিকশা বেড়ে যাওয়া ও রাস্তারপাশে সরকারের আইন না মেনে যত্রতত্র স্থাপনা নির্মান করায় যানজট প্রকর আকার ধারণ করেছে। যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দায়িত্বরত প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবাইকে নির্দেশ দিয়েছেন তিনি। শহরের ভেতর দিয়ে প্রবাহিত কিশোরগঞ্জের ঐতিহ্য নরসুন্দা নদী ময়লা-আবর্জনা ফেলায় ভরাট হয়ে গিয়েছে। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে। নদী রক্ষায় সকলকে সচেতন হতে হবে। তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধে কোন প্রকার পুকুর ভরাট করতে দেওয়া যাবে না। প্রশাসনসহ জনপ্রতিনিধেদের এই বিষয়ে সজাগ থাকতে হবে।
এসময় সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও রাষ্ট্রপতির সচিব পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন রাষ্ট্রপতি।