বিএনপি’র রোডমার্চ শেষে কিশোরগঞ্জে ৪০ হাজার নেতাকর্মীর সমাগম হবে

0

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

আগামীকাল রোববার (১ অক্টোবর) ময়মনসিংহ থেকে শুরু হওয়া কিশোরগঞ্জের উদ্দেশ্যে রোডমার্চের সমাপনী সমাবেশ দলীয় নেতা-কর্মীসহ ৪০ হাজার লোকের সমাগম হবে। রোডমার্চে বৃহত্তর ময়মনসিংহের সকল জেলার নেতাকর্মীরা প্রায় ৬ হাজার গাড়ি বহর নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে। আসার পথে ৫টি পয়েন্টে সমাবেশ করবে দলটি। পাঁচ হাজার মোটরসাইকেল ও ১ হাজার প্রাইভেটকার, পিকাপ, ট্রাক থাকবে রোডমার্চের এই বহরে। ময়মনসিংহ টু কিশোরগঞ্জ রোডমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে রোববার (১ অক্টোবর) বিকাল ৩ টায় সদর উপজেলার লতিবাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম।

তিনি আরও বলেন, চলমান এই এক দফার আন্দোলন শুধু বিএনপির নয়, দেশের মুক্তিকামী সব মানুষের।বিএনপি শুধু বাস্তবায়নের দায়িত্বে আছে। আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে কৃষক শ্রমিকসহ সকল শ্রেনি পেশার মানুষ যুক্ত হয়েছে। কিশোরগঞ্জ শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখছে। আমরা শুনতে পারছি সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদককে না পেয়ে তাদের সন্তানদের গ্রেফতার করছে। সরকারকে বলে দিতে চাই এভাবে শেষ রক্ষা হবেনা।

শরিফুলআলম আরও বলেন, অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ ১দফা দাবিতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে আগামীকাল ১ অক্টোবর বিএনপির এ রোডমার্চ।

রবিবার রোডমার্চের নেতৃত্ব দিবেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান। এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, পৌর বিএনপির সভাপতি আশফাক আহমেদ,পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি তৌফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share.