বিচারের দাবিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টারঃ
২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যা, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগে জড়িত আসামিদের গ্রেফতার এবং উক্ত স্থানে গৃহিত উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা ও জানমালের হেফাজতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে কিশোরগঞ্জ শহরের সমবায় সমিতির একটি কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে বক্তারা বলেন, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাটের পোরকরা গ্রামে মিথ্যা গুজব রটিয়ে হেযবুত তওহীদের এমামের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রকাশ্য দিবালোকে দুইজনকে জবাই করে হত্যার ঘটনায় প্রত্যক্ষভাবে যারা জড়িত ছিল ও পরোক্ষভাবে যারা ইন্ধন যুগিয়েছিল তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। হামলাকারীদের মধ্যে এখনও অনেকেই চার্জশিটে অর্ন্তভুক্ত করা হয়নি। সুনির্দিষ্ট তথ্য বেরিয়ে আসলেও যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না। দ্রুত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।

Share.