মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা ‘ডুব’ নিয়ে কথা চালাচালি। বিষয়টি নিয়ে সেন্সর বোর্ড বা এফডিসি কর্তৃপক্ষ মুখ খুলেননি। অন্যদিকে ফারুকী আশা করছেন শিগগিরই সিনেমাটি মুক্ত হবে।‘ডুব’ নিষিদ্ধ হওয়ার খবরটি শুক্রবার রাতে প্রকাশ করে সিনেমা বিষয়ক আন্তর্জাতিক মিডিয়া ভ্যারাইটি ডটকম।
২০১৬ সালের ৮ মার্চ বিএফডিসির যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির কাছ থেকে ‘ডুব’-এর চিত্রনাট্য অনুমোদন পায়। চলতি মাসের ১২ তারিখে সিনেমাটির প্রদর্শনী সাপেক্ষে প্রিভিউ কমিটি থেকে অনাপত্তিপত্র পায় ১৫ তারিখ।ই বিষয়ে ভ্যারাইটি ডটকমের কাছে জানতে চাইলে পুরো বিষয়টি সেন্সর বোর্ডের এখতিয়ারে বলে জানান বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ। অথচ যৌথ প্রযোজনার প্রথম অনাপত্তিপত্র আসে এফডিসি থেকে।
ফারুকী জানান, সিনেমাটি আটকে দেওয়ার কোনো কারণ জানানো হয়নি। অন্যদিকে বিষয়টিতে ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেন সিনেমাটির মূল অভিনেতা ও সহ-প্রযোজক ইরফান খান। জাভেদ হাসান নামের চরিত্রকে প্রধান করে নির্মিত হয়েছে ‘ডুব’।জব উঠেছে সিনেমাটি নির্মিত হয়েছে প্রয়াত হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে। তবে ফারুকী বরাবরই বলে আসছেন, ‘ডুব’ কারো বায়োপিক নয়।
জাভেদ হাসান নামের চরিত্রকে প্রধান করে নির্মিত হয়েছে ‘ডুব’। জাভেদ হাসান একজন চিত্র পরিচালক যিনি মেয়ের সহপাঠীকে বিয়ে করেন।