মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চার বছরের মেয়াদ শেষে হোয়াইট হাউজ ছাড়ার আগে বিদায়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যা করতে এসেছিলাম সেগুলো করেছি, শুধু তাই না তার চেয়েও আরো অনেক বেশি কিছু করেছি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পরপরই শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
ইউটিউবে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ট্রাম্প আরো বলেন, আমি অনেক কঠিন লড়াইয়ের মোকাবিলা করেছি। সবচেয়ে শক্ত লড়াই কারণ আপনারা আমাকে এ জন্যই নির্বাচিত করেছিলেন। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হলেও এখনো সেই ফলাফল পুরোপুরি মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প।
যখন তিনি প্রেসিডেন্টের দপ্তর ছাড়ছেন তখন তাঁর জনসমর্থনের হার ৩৪ শতাংশে নেমে এসেছে, যা কোনো বিদায়ী প্রেসিডেন্টের জন্য সর্বনিম্ন হারের একটি রেকর্ড।