স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর এলাকা থেকে পাঁচ বোতল বিদেশী মদ ও একটি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।
র্যাবের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। মাদক ব্যবসায়ীরা হলেন, বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বালিগাঁও গ্রামের আবু ছালেকের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৬) ও এলাহী ভরসার ছেলে হোসেন মিয়া (৩৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডা বিএন এম শোভন খান।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											