বিনামূল্যে বীজ ও সার পেল পাকুন্দিয়ার ৭৫০ কৃষক

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ। সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-ই-আলম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস সামাদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ- ২/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের মোট ৭৫০জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ এবং ১০কেজি এমওপি ও ১০কেজি করে ডিএপি সার দেয়া হয়।

Share.