মাই ২৪ বিডি বিনোদন ডেস্কঃ
সঙ্গীত শিল্পী শিলা এবার ভালোবাসা দিবসে আসছেন ‘মরীচিকা’ নিয়ে। এই সঙ্গীত শিল্পী মরীচিকা শিরোনামে গান নিয়ে হাজির হচ্ছেন। প্রথমে ১০ ফেব্রুয়ারি সিলনটি এর ফেসবুক থেকে প্রকাশিত হবে গানটির মিউজিক ভিডিও। পরবর্তীতে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হবে।
গানটির কথা, সুর ও কম্পোজিশন করেছেন অটামনাল মুন। আর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জুয়েল পাইকার। এছাড়া এবারের ভালোবাসা দিবসে আরও দুটি গান নিয়ে আসছে শিলার। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত, পরিচালক আনিস রহমানের ‘রুপার জামদানি’ নাটকে গেয়েছেন তিনি ।