স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে কাঠের গুড়া মিশিয়ে তৈরী করা হচ্ছে ভেজাল ‘গো’ খাদ্য। গোপন সংবাদের ভিত্তিতে জানার পর র্যাব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার (২৫ জুন) দুপুর ২টায় পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে অভিযান পরিচালনা করে। এসময় কাঠের গুড়া মিশিয়ে ‘গো’ খাদ্য উৎপাদন এবং পণ্যে যথাযথ মোড়ক ব্যবহার না করার অপরাধে সিয়াম ট্রেডার্সকে দুই লাখ টাকা অর্থদন্ড প্রদান করে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ শহিদুল্লাহ বিকেল ৫টায় প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কিছু অসৎ ব্যবসায়ী ভেজাল ‘গো’ খাদ্য তৈরী করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। যার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়িত প্রতারিত হচ্ছে। তথ্যের সত্যতা যাচাইয়ে ভেজাল চক্রের উপর র্যাবের গোয়েন্দা নজরদারী চালানো হয়। তথ্যের সত্যতা পাওয়ায় সিয়াম ট্রেডার্সকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান ভূইয়া (৫০) দীর্ঘদিন যাবত ভেজাল ‘গো’ খাদ্য উৎপাদন করে আসছিল বলে স্বীকার করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।