স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবেশে মাদক পাচারকালে প্রাইভেটকার থেকে চালকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো আশা মনি, ফনির খান ও সামিউল ইসলাম। এ সময় তাদের হেফাজতে রাখা নয় কেজি গাঁজা উদ্ধারসহ মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
আজ বুধবার (২ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকা থেকে প্রাইভেটকারটি আটক করে পুলিশ।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটালের মোড় এলাকায় প্রাইভেটকারটি আসলে পুলিশ গাড়িটি আটক করে। পরে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে নয় কেজি গাঁজাসহ তিন মাদক ব্যাসায়ীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা যাত্রী সেজে মাদক পাচার করছিল বলে জানায়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											