ভৈরবে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের ভৈরবে চাঞ্চল্যকর সোনায়েত উল্লাহ (৪১) হত্যা মামলার প্রধান আসামি রেজাউল করিম শামীম (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব।

২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটে র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সিংরইল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আসামি শামীম ওই এলাকার মতিউর রহমানের ছেলে। সে ভৈরব থানার নিউটাউন এলাকার মর্তুজা মিয়ার বাড়ির কেয়ারটেকারের চাকরি করতেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভৈরবের নিউটাউন কমলপুর এলাকার মৃত আঃ করিম মিয়ার ছেলে সোনায়ত উল্লাহ গত ২১ ফেব্রুয়ারি গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে সন্ধ্যা ৬টার সময় বাড়িতে আসেন। ওইদিন রাত ১১টার সময় বাড়ি থেকে বের হোন। পরবর্তীতে রাত ৪ টার সময় সোনায়েত উল্লাহ’র ছেলে আলভী খবর পান নিউটাউন এলাকার মর্তুজ মিয়ার বাড়িতে গুরুত্বর আহত অবস্থায় পড়ে আছেন। পরে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাবা সোনয়তকে হত্যার দায়ে ছেলে রেহানুর রহমান আলভী বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে শামীম পলাত ছিলেন।

উল্লেখ্য, নিহত সোনায়েত উল্লাহ ও রেজাউল করিম শামীম দু’জনেই মাদকসেবী ও মাদক কারবারি। ওই বাড়িটি মাদক কারবারি শামীম তার আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে বলে জানায় স্থানীয়রা। মাদক মামলায় বেশ কিছুদিন কারাবাসের পর কাশিমপুর কারাগার থেকে জামিনে আসেন সোনায়েত।

Share.