ভৈরবে টিকাদানকর্মী ও সেচ্ছা সেবকদের প্রশিক্ষন

0

স্টাফ রিপোর্টারঃ

ভৈরবে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম ২০২১ উপলক্ষে উপজেলা পর্যায়ে টিকাদান কর্মী ও সেচ্ছা সেবকদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। প্রশিক্ষণ অনুষ্টানে উপজেলার ৬০ জন টিকাদান কর্মী ও সেচ্ছাসেবক অংশ গ্রহন করছেন।

 আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্টিত হয়। ২ দিন ব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্মেলন কক্ষে ২০ জন টিকাদান কর্মী অংশ গ্রহন করেন। অনুষ্টান পরিচালনা করেণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ঃ মোঃ খোরশীদ আলম।

 এ সময় উপস্থিত ছিলেন কোর্স সমন্ময়কারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাফি উদ্দিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ টিকাদান প্রশিক্ষণের আয়োজন করা হয়। আগামী ৭ ফেব্রুয়ারী দেশব্যাপী এক যোগে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। সে দিন ভৈরব উপজেলার কমলপুরস্থ ২০ সয্যা বিশিষ্ট ত্রমা হাসপাতালে ইপিআই সেন্টারে সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্যাকজসিন কার্যক্রম শুরু হবে।  এ উপজেলায় মোট ৯ হাজার ৮ শ ৮৩ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে।

Share.