ভৈরবে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০; দুই কাউন্সিলর প্রার্থী আটক

0

ভৈরব প্রতিনিধিঃ
ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে ৫নং ওর্য়াডে দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মাঝে পাঁচ ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, লুটপাট, ভাংচুরসহ উভয় পক্ষের নারী পুরষসহ ২০ জন আহত হয়।

এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে দুই কাউন্সিলর প্রার্থী আশ্রাফুল আলম ও ফজলু রহমানকে পুলিশ আটক করেছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সময় একটি কয়েল কারখানা, দুটি দোকান ও দুইটি নির্বাচনি অফিসসহ বসতবাড়িতেও ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে অর্ধ শতাধিক পুলিশ ও র‌্যাব ঘঁটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড ফাকাগুলি বর্ষন করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কাউন্সিলর প্রার্থী আশ্রাফুল আলম জানান, প্রতিপক্ষ আমার সমর্থকদের কয়েল কারখানা ও আমার নির্বাচনী অফিস ভাংচুর করেছে। আরেক কাউন্সিলর প্রার্থী মো:ফজলুল হক বলেন, প্রথমে আশ্রাফুল আলমের সমর্থকরা আমাকে হামলা করে। পরে দুই সমর্থকদের মাঝে সংঘর্ষ হয় ।

ভৈরব সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার, রেজোয়ান দিপু বলেন, ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। সংর্ঘষের খবর পেয়ে আমরা ঘঁনাস্থলে পুলিশ পাঠায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে । পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ।

Share.