প্রতিনিধি ভৈরব
ভৈরব প্রত্যন্ত অঞ্চল লুন্দিয়া গ্রামে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন বয়সের আনুমানিক ১০জনকে পাগলা কুকুরে কামড়ে আহত করে । গুরুতর আহত অবস্থায় লুন্দিয়া উত্তরপাড়া এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে মো: শাহপরান (২২) নামে এক যুবককে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
আর বাকিরা বিভিন্ন হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও ইঞ্জেকশন নিয়েছেন। ওই এলাকায় কিছুদিন ধরে পাগলা কুকুরের উৎপাত বৃদ্ধি পায়। পাগলা কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় ওই গ্রামের মানুষজনের মধ্যে আতংক বিরাজ করছে।
এ ঘটনায় এলাকার মানুষজন লাটিসোঠা নিয়ে একটি কুকুরকে মেরে ফেলেন। তবে বাকী কুকুর গুলোকে গ্রামবাসীর পক্ষে মারা সম্ভব হচ্ছে না। ফলে ওই এলাকার আতংকিত মানুষজন এখন ঘরবন্ধি অবস্থায় রয়েছে। পাগলা কুকুর গুলোকে মারার জন্য এলাকাবাসী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।