ভৈরবে পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষনা

0

প্রতিনিধি ভৈরবঃ

ভৈরবে আসন্ন পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ শাহিন তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় কমলপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোঃ শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির আহ্বাহয়ক মোঃ রফিকুল ইসলাম ও সদস্য সচিব মোঃ আরিফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্ধ।

মোঃ শাহিন তার নির্বাচনের ইশতেহারে ঘোষনা করেন তিনি নির্বাচিত হলে পরিস্কার পরিচ্ছন্ন একটি আধুনিক ভৈরব শহর গড়ে তুলবেন এবং বিজ্ঞান সম্মত ড্রাম্পিং ষ্টেশন স্থাপন করবেন। ময়লা আবর্জনা থেকে জৈব সার উৎপাদন করা হবে যা মানুষের অনেক কাজে আসবে।

বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে মেঘনা নদীর পানি বিশুদ্ধ করে পৌরবাসীর মধ্যে সরবরাহ করা হবে । পৌর সভার গুরুত্বপূর্ণ সড়কে মানুষের জানমালের নিরাপত্ত্বার লক্ষ্যে চাদাবাজী বন্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

ভৈরবকে একটি আলোকিত শহর হিসেবে গড়ার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। জলাবদ্ধতা নিরসনে প্রশস্থ আধুনিক ড্রেনেজ ব্যবস্থ নেয়া হবে এবং পৌরবাসীর নাগরিক সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে হটলাইন স্থাপন করা হবে।

চুরি ছিনতাই মাদক ব্যবসাসহ যাবতীয় অপরাধ মূলক কর্মকান্ড বন্ধ করতে শহরের গুরুত্ত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা ধারা নিয়ন্ত্রন করা হবে। এ ছাড়াও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন।

Share.