ভৈরবে ফারুক খান হত্যা মামলায় গ্রেফতার তিন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ী ফারুক খান হত্যা মামলার মূল আসামি রায়হান সহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। আজ রোববার দুপুরে ভৈরব থানার কর্মকর্তা অফিসার ইনচার্জ মো: শাহিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলো জগমোহন গ্রামের আঃ হক এর ছেলে রায়হান, নরসিংদীর রায়পুরার গকুল নগরের মৃত লায়েছ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া ও পৌর শহরের পঞ্চবটি গ্রামের সুজন মিয়ার বাড়ির ভাড়াটিয়া শাহের আলীর ছেলে রবিন।

পুলিশ জানায়, পৌর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তিনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা একটি সুইসগিয়ার ও ছিনতাই হওয়া ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয় ব্যবসায়ী ফারুক খান।

Share.