ভৈরবে ভ্রাম্যমান আদালতের অভিযান

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের ভৈরবে লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করাসহ বেশি দামে তরমুজ বিক্রি করার অপরাধে তরমুজ ব্যবসায়ীসহ ১৬ জনকে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার দুর্জয় মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।

এসময় লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে গণপরিবহনে যাত্রী বহন ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় এবং ফলের দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরমুজ বিক্রি করার অপরাধে তরমুজ ব্যবসায়ীসহ ১৬ জনকে মোট ৫০ হাজার ৫০০ টাকা অর্থদ- দেওয়া হয়।

Share.