ভৈরবে মুজিববর্ষে গৃহহীন ৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

0

আদিল উদ্দিন আহমেদ, ভৈরব প্রতিনিধিঃ

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এ স্লোগানে মুজিব বর্ষে ভৈরবে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ৩০টি পরিবার । আজ শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে এক যোগে গৃহহীনদের মাঝে ঘর উপহার অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধনের পর উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে ভৈরবে ৩টি ইউনিয়নের ৩০টি পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল প্রদান করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) দুলাল চন্দ্র সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, ভৈরব থানার ওসি মোঃ শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রাশেদসহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক দুলাল চন্দ্র সাহা প্রধান মন্ত্রীর সুস্থতা কামনা করে তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘর ও জমি পেয়েছেন এখন সবাই ভালোভাবে মিলে মিশে থাকবেন ।

Share.