ভৈরবে রাত পোহালেই ভোট ॥ চলছে প্রস্তুতি

0

প্রতিনিধি ভৈরবঃ

রাত পোহালেই ভৈরবে ভোট ॥ চলছে সকল প্রকারের প্রস্তুতি ভৈরবে প্রথম বারের মত ই বি এম এর মাধ্যমে পৌরসভার নির্বাচনে শুরু হবে ভোট গ্রহন। চলবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। আর এ নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন।

ভৈরব পৌরসভায় ৩৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। আজ শনিবার দুপুর ১টা থেকে নির্বাচনের সকল ধরণের সরঞ্জাম বুঝে নিয়ে পুলিশ ও আনসার প্রহরায় কেন্দ্রে রত্তয়ানা হয়েছে প্রিসাইডিং অফিসার গন । সন্ধ্যার আগেই সকল কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে নির্বাচনি সরঞ্জাম। নির্বাচনে ভোট গ্রহণকে নির্ভিগ্ন করতে পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসন নিয়েছে নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যাবস্থা। বিভিন্ন স্থরে সাজিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। কেন্দ্রে কেন্দ্রে পাহাড়ার ব্যাবস্থা করা হয়েছে। পুলিশ প্রশাসন ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান করছেন।

 প্রতিটি কেন্দ্রে ৭জন পুলিশ ও ৯ জন আনসার সদস্যসহ প্রতি কেন্দ্রে মোট ১৬ জন করে নিয়োজিত থাকবেন। তাছাড়া যে কোন অপ্রিতিকর ঘটনা প্রতিরোধে ১২ ওয়ার্ডে ১২ জন মেজিস্ট্রেট এর নেতৃত্ব ১২ টি মোবাইল টিম ২ টি স্ট্রাইকিং ফোর্স ও ২টি রিজার্ভ ফোর্সের টিমও নিয়োজিত থাকবে।

ভৈরব পৌরসভাটিতে ৫ম ধাপে ভোট অনুষ্ঠিত হবে। মেয়র পদে ৩ জন, ৬৩ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ১৪ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। পৌরসভাটিতে ভোটার রয়েছে মোট ৭৯ হাজার ৭ শত ১৩ জন। পুরুষ ভোটার ৩৯ হাজার ৪শ ৬ জন এবং নারী ভোটার ৪০ হাজার ৩শ ৭ জন। ভোটার ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী কে নির্বাচন করবেন।

কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন, ভৈরব পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে আমরা ইতিমধ্যে ইবিএম সহ বিভিন্ন মালামাল বিতরণ শুরু করেছি। আমরা আশা করছি দুপুর ২ টার মধ্যেই সমস্ত মালামাল বিতরন কার্যক্রম সম্পন্ন করা হবে এবং আড়াইটার মধ্যে প্রিসাইডিং অফিসারগণ সমস্থ মালামাল নিয়ে স্ব স্ব কেন্দ্রে পৌছতে পারবে। এ ছাড়াও আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশাবাদী আগামী কাল একটি অবাদ ও সুষ্ট নির্বাচন উপহার দিতে পারবো।

Share.