ভৈরবে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত আহত তিন

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রাসাদ এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন একই ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) দুপুরে ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের নয়াহাটি এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহতরা হলো সিএনজির ড্রাইভার কিশোরগঞ্জের নিকলী উপজেলার পিতল হাটি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আঃ খালেক (৫৮), একই উপজেলার জালালপুর গ্রামের নবী হোসেনের ছেলে মোঃ ইসমাইল (৩৩), মজলিসপুর গ্রামের নুর আলীর ছেলে মোঃ ফরিদ মিয়া (৩৩)। নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায়  কিশোরগঞ্জ-ভৈরবগামী সিএনজিটি ৫ জন যাত্রী নিয়ে ভৈরব আসার পথে বিপরীতদিক থেকে আসা ভৈরব – কিশোরগন্জগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হলে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন নিহত এবং দুইজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। গুরুতর আহত তিনজনের মধ্য ড্রাইভার খালেকসহ দুইজনের অবস্থা গুরুতর। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা ভৈরব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ সুমাইয়া জানান, হাসপাতালে ৫ জনকে আনার পর দুইজনকে মৃত পাওয়া যায় এবং গুরুতর আহত পাওয়া যায় তিনজনকে। এরা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও দুইজনের অবস্থা গুরুতর রয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ মামুনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

Share.

About Author