ভৈরব থেকে মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের ভৈরব থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিমুলকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ আটশত টাকাসহ পাঁটটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, ভৈরব উপজেলার শ্রীনগর এলাকার ওমর আলীর ছেলে মোঃ মুছা মিয়া (৪২) এবং মোঃ হাসান আলীর ছেলে মোঃ সোহেল (৩৫)।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জের ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.