প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সকালে ঢাকায় ফেরার আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যানে চেপে নিজ এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ও তাঁর স্ত্রী-কন্যারা।এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা হলে ব্যাপক সাড়া মেলে। শেখ হাসিনা নিজ এলাকা ঘুরে অনেক আনন্দিত।