স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ জালাল উদ্দিনের সঙ্গে কিশোরগঞ্জে বসবাসরত কটিয়াদীবাসীর সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে শহরের স্টেশন রোডস্থ গৌরাঙ্গ বাজার এলাকার হোটেল শেরাটনের কনফারেন্স হলে এ সভা আয়োজন করে কটিয়াদী সমিতি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ জালাল উদ্দিন বলেন, কটিয়াদী ও পাকুন্দিয়ার সার্বিক উন্নয়নে জনগণের প্রত্যাশাই আমার অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান-এই চার খাতকে অগ্রাধিকার দিয়ে একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করবো। তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা নিজ নিজ এলাকায় থেকেই স্বাবলম্বী হতে পারে।
মত বিনিময় সভায় উপস্থিত কটিয়াদীবাসী এলাকার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় প্রার্থী তাদের মতামত মনোযোগসহকারে শোনেন এবং বাস্তবসম্মত প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে কটিয়াদী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।