মিজানুর রহমানঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদ মাহবুবুল হক বাবলুর ৩৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে বুধবার বাবলুর নিজ গ্রামে মনোহরদী উপজেলার হরিনারায়নপুর গ্রামে শহীদের সমাধীস্থলে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়াও মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়।
সকালে মরহুমের কবরে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানানোর পর দ্বিতীয় পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং শহীদ মাহবুবুল হক বাবলুর ছোট ভাই ছানাউল হক নীরু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস খোকন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মেহেদী হাসান , সরোয়ার সেলিম, কাজী খসরু, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যাৎ , নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য সচিব মাঈন উদ্দিন ভূইয়া, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহিন উদ্দিন রাজু , জেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম অপু , ১ নং যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সাদেক, নরসিংদী জেলা ছাত্রদল নেতা সারোয়ার হোসেন মৃধা, মোঃ জাহাঙ্গীর হোসেন, মো: নোমান । মাহবুবুল হক বাবলু স্মৃতি সংসদের আয়োজনে দোয়াও মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়