স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহিনন্দ ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহিনন্দ ইউনিয়ন শাখার সভাপতি মোনাব্বির হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা প্রফেসর আজিজুর রহমান জার্মানি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মোবারক হুসাইন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক মাও. ক্বারী দেলোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিনন্দ ইউনিয়ন শাখার সভাপতি হুসাইন আহমদ শামীম, উলামা মাশায়েখ আইয়াম্মা পরিষদের সভাপতি মাওলানা শামীম আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রতিনিধি মুনাঈম হাসান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি নাজমুল ইসলাম এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুয়াইব বিন জামাল।
সংবর্ধনা অনুষ্ঠানে মহিনন্দ ইউনিয়নের মোট ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অতিথিরা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সমাজে শিক্ষিত ও নৈতিকতাবান প্রজন্ম গড়ে তোলাই সময়ের দাবি। তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ, ধর্ম ও মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।
সংবর্ধনা শেষে মনোমুগ্ধকর গজল পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। গজলের সুরে সুরে অনুষ্ঠানটি রূপ নেয় এক আনন্দমুখর আড্ডায়। এসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আয়োজকদের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করেন।