স্টাফ রিপোর্টারঃ
বাংলা চলচ্চিত্রের উজ¦ল নক্ষত্র ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার মান্না’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মান্নার। তার জন্ম ১৯৬৪ সালের ১৪ এপ্রিল, টাঙ্গাইলের কালিহাতীতে। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্নার স্ত্রী শেলী মান্না ও মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। তাকে স্মরণ করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি।
মান্না অভিনীত প্রথম ছবি ‘তওবা’। ২৪ বছরের ক্যারিয়ারে প্রায় সাড়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন ‘ঢালিউডের এই যুবরাজ’। মান্না আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করেছেন। ‘বীর সৈনিক’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।