নিউজ ডেস্কঃ
মালিতে সেনাবাহিনীর ১৬ সৈন্য নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার মধ্যাঞ্চলে এই হামলা চালানোর পর এ ঘটনাটি ঘটে। সেখান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানান।
মালি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছেন, তাদের লক্ষ্য করে বিস্ফোরক হামলা চালানো হয়। এর পর উভয়পক্ষে বড় ধরনের বন্দুক যুদ্ধ চলে। এতে ১৫ হামলাকারী নিহত এবং ২০টি মোটরসাইকেল আটক করা হয়। এ হামলার জন্য জিহাদীদের দায়ী করেছে সেনাবাহিনী।
উল্লেখ্য, ২০১২ সালে জিহাদীদের তৎপরতা প্রথম শুরুর পর থেকে মালি কর্তৃপক্ষ তা দমনে চেষ্টা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত হাজার হাজার সামরিক ও বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে।