মাশরাফি এখন মাঠের বাহিরে

0

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হাতে বল লেগে বুড়ো আঙুল ভেঙে গেছে। মাঠের বাইরে থাকতে হবে ৬  থেকে ৮ সপ্তাহ। ম্যাচের  ১৮তম ওভার, মাশরাফির দ্বিতীয় বলে গুলির বেগে ড্রাইভ করেছিলেন কিউই ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন। ডাইভ দিয়ে  ফেরানোর চেষ্টা করেন বল টাইগার অধিনায়ক। হতে লেগে বল চলে যায় লং অফে। ব্যথা অনুভব করেন সঙ্গে সঙ্গেই।

ফিজিও ডিন কনওয়ে মাঠে গিয়ে প্রাথমিক চিকিৎসা  দেয়ার সময় ব্যথা অনুভব করেন আরো  বেশি।  ছেড়ে যান মাঠ।  হাসপাতালে স্ক্যান করার পর ধরা পড়েছে  ডান হাতের বুড়ো আঙুলের ওপর পাশটা ভেঙে গেছে।  মাঠে ফিরতে  লেগে যাবে ৬  থেকে ৮ সপ্তাহ। তবে আগামী ফ্রেব্রুয়ারির আগে বাংলাদেশের কোন ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজ না থাকায় এর মধ্যে নিজেকে প্রস্তুত করে মাঠে ফিরতে পারবেন তিনি। মাশরাফি বলেছেন যে মাঠের বাইরে থাকতে আমি পছন্দ করি না। তাই আমি শীঘ্রই মাঠে ফিরছি।

Info : mzamin.com

Share.

About Author