মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ
সেনা অভ্যূত্থানের পর থেকে মিয়ানমারে থমথমে পরিস্থিতি বিরার করছে। দেশটির অর্থনৈতিক অবস্থাও আশংকাজনক ও পরিস্থিতি ব্যাপক চ্যালেঞ্জের। জরুরি অবস্থা জারি হওয়া এবং শীর্ষ নেতাদের আটকের পর থেকে জনগণের মনে আতঙ্ক দেখা দিয়েছে।
ইয়াঙ্গুনের ব্যবসায়ী মা নান বিবিসিকে বলেন, আমি ভয়ে আছি যে, নিত্যপণের দাম বেড়ে যেতে পারে। আমার ভয়ের আরেকটা কারণ হলো যে, আমার মেয়ের এখনো স্কুলের পড়াশোনা শেষ হয়নি। আরো অর্ধেক পথ বাকি তার। তার ওপর এটা মহামারির সময়। অনেকেই মনে করছে, সেনাবাহিনী এক বছর পর নির্বাচন দেওয়ার কথা বলে ক্ষমতা গ্রহণ করলেও তা দীর্ঘমেয়াদি হবে। আর ১৯৯০ এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত সে দেশের মানুষের যে জীবনমান ছিল, তা ফিরে আসার শঙ্কা জনগণকে পেয়ে বসেছে।
সূত্রঃ বিবিসি