যাকাতের কাপড় নিয়ে বাড়ি ফেরা হলোনা বৃদ্ধা সখিনা বেগমের

0

মিজানুর রহমানঃ
পাকুন্দিয়া উপজেলা পুলেরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাইক্রো বাসের চাপায় সখিনা বেগম (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ ২৯ এপ্রিল শুক্রবার সকাল ৭টায় উপজেলার কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কে পুলেরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অটো সিএনজি ষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সখিনা কিশোরগঞ্জ সদর উপজেলা জালুয়াপাড়া গ্রামে মৃত তোরাব আলীর মেয়ে।

জানা যায়, পুলেরঘাট উপশহর সংলগ্ন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন এর বাড়ি থেকে যাকাত এর কাপ আনতে যাওয়ার পথে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলি সড়কে পুলেঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সকাল ৭টায় একটি অজ্ঞাত মাইক্রোবাস চাপা দিয়ে চলে যায় ফলে এ দুর্ঘটনা ঘটে।

আহুতি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম জানায় শুক্রবার সকাল ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় ভৈরব থেকে কিশোরগঞ্জ গামী মাইক্রোবাসের চাপায় নিহত হয়। পরিবারের অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় পুলেরঘাট উপশহরের মসজিদের সামনে, পাকুন্দিয়া রাস্তার মোড়, গচিহাটার রাস্তার মোড় যত্র তত্র সিএনজি, অটো রিক্সা অবৈধ স্টেশন থাকায় প্রায়ই এমন দূর্ঘটনা হয়ে তাকে ও যানজট এর সৃষ্টি হয়। এ বেপারে প্রশানস নিরব।

Share.