যানজট নিরসনে পাকুন্দিয়ায় বিট পুলিশং সভা

0

মিজানুর রহমানঃ

কিশোরগন্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট উপশহরে আহুতিয়া তদন্ত কেন্দ্রের আয়োজনে পুলেরঘাট বাজারে যানজট নিরসনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুলেরঘাট উপশহরে পুলেরঘাট বাজার বনিক সমিতির সভাপতি মোঃখায়রুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন কিশোরগন্জ সদর ও পাকুন্দিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন।

পাকুন্দিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান, আহুতিয়া তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন কিশোরগন্জ জেলা চেম্বার অব কমার্সের পরিচালক এ,কে,এম সালেক ভূঁইয়া, পুলেরঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মা ট্রেডার্সের মালিক মোঃ সাইফুল ইসলাম জাফরুল ভূঁইয়া, পাটুয়া ভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, হাজী সিরাজ উদ্দিন খান,ইলিয়াস কাঞ্চন, রায়হান সোবহানী, আঃ হাকীম, শ্রমিক নেতা ফরিদ আহমেদ, অটো- সি,এন,জি, মালিক সমিতির নেতা মোঃ শামীম প্রমুখ। সভায় পুলেরঘাট উপশহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

Share.