মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ
স্বাস্থ্যবিধি মেনে রমজানকে স্বাগত জানাতে প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয়বারের মতো সামাজিক দূরত্ব মেনে সারা বিশ্বের মুসলিম ধর্মপ্রাণ মানুষ রমজান পালন করবেন।
গেল বছরের মতো এবারো দুবাইতে ঘরে থেকে মানুষ রমজানের সময় নামাজ আদায় করবে। সেই সাথে মসজিদে থাকবে বিশেষ তারাবির ব্যবস্থা। এরই মধ্যে একসাথে জমায়েত হয়ে ইফতারি করা বাতিল করা হয়েছে। দুবাইয়ে ইসলামিক বিষয় ও দাতব্য কার্যক্রম বিভাগ (আইএসিএডি) এরই মধ্যে রমজানে তাঁবুগুলোর সমস্ত অনুমতি বাতিল করেছে।
রেস্তোরাঁগুলোকে ভেতরে বা সামনে ইফতারের খাবার বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে। কেবল একই বাড়িতে বসবাসকারী একই পরিবারের সদস্যরা খাবার ভাগ করে খেতে পারবেন। সেই সাথে শ্রমিকদের সামাজিক দূরত্বের বিষয়টিও নিশ্চিত করতে হবে।
সূত্র : খালিজ টাইমস