নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের শুদ্ধ রাজনীতিক ও রাজনীতির বরপুত্র সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের (৩রা জানুয়ারি) আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। তার চলে যাওয়াতে এলাকার মানুষের যেমন ক্ষতি হয়েছে তেমনি অপূরনীয় ক্ষতি হয়েছে দেশের।
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের চার ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড় ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। ছিলেন রাজনীতির এক অনন্য কবি। সততার মূর্ত প্রতীক। কিশোরগঞ্জ সদর-হোসেনপুর আসনে টানা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সফল সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এলজিআরডি ও জনপ্রশাসন মন্ত্রী।
থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ছয় মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে ২০১৯ সালের ৩রা জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সৈয়দ আশরাফ পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে তিনি অসুস্থ হলে ৩রা জুলাই তাকে সেখানে ভর্তি করানো হয়।
ময়মনসিংহ শহরে ১৯৫২ সালের পহেলা জানুয়ারি জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম।