স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে পৌরসভার রাস্তায় নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার শহরের উকিলপাড়া এলাকায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় রাস্তায় ইট, বালু, সিমেন্ট রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ১০৯ ধারায় জনদুর্ভোগ সৃষ্টি ও চলাচলে বিঘ্ণ ঘটানোয় ১৪ জনকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে ও রাস্তায় জনসাধারণের চলাচল নির্বিঘ্ণকরণে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।