রিক্সাচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে রিক্সাচালক মোঃ শামীম (২২) কে পুড়িয়ে হত্যা মামলায় শফিকুল ইসলাম (২৮) নামে একজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে দুই লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বুধবার (১২ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ জান্নাতুল ফেরদৌস ইবনে হক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ১০ অক্টোবর কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় গাঁজা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার ইসলাম উদ্দিনের ছেলে আবির হোসেন জনি, মোঃ মন্নাছের ছেলে মোঃ আলামিন, মৃত চাঁন মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও মোঃ লাল মিয়ার ছেলে মোঃ সাজনের সাথে মারপিট হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় রিক্সা চালিয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা আমাটি শিবপুর এলাকায় শামীমের পথরোধ করে মারপিট শেষে এক পর্যায়ে হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে শামীমের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসার অবনতি হওয়ায় পরের দিন ১১ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকায় নেওয়ার পথে জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ এলাকায় পৌঁছালে শামীম মারা যায়। ওইদিন শামীমের চাচা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আহসান হাবীব ২০১৬ সালের ২৫ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে বাকি তিন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে বিচারাধীন রয়েছে। শুরু থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম পলাতক রয়েছে। মামলায় আসামিপক্ষে অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জীবন কুমার রায় মামলা পরিচালনা করেন।

Share.