রিমান্ডে আরাফাত সানি

0

 

আদালত বাংলাদেশ জাতীয় দলের স্পিনার আরাফাত সানিকের একদিনের রিমান্ড মঞ্জুর। মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

‘তথ্য-প্রযুক্তি আইনে এক তরুণীর দায়ের করা মামলায় সানিকে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণী গত ৫ জানুয়ারি মামলাটি করেন। তিনি অভিযোগ করেছেন, আরাফাত সানি বেশ কিছু দিন ধরে তাকে ফেইসবুক মেসেঞ্জারে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠিয়ে আসছিলেন।’

ওই তরুণী অভিযোগ করেন, সাত বছর আগে পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্র ধরে ২০১৪ সালের ৪ ডিসেম্বর উভয়ের পরিবারকে অবহিত না করেই সানির সঙ্গে তিনি গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু, বিয়ের পরে তাকে আনুষ্ঠানিকভাবে নিজ বাড়িতে তুলে না নিয়ে আরাফাত সানি সময়ক্ষেপণ করতে থাকেন। এমনকি তিনি সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিলেও সানি তাতে কান দেননি। এরপর গত ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটে সানি তার নাম ব্যবহার করে নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন এবং ওই আইডি দিয়ে তরুণীর নিজস্ব অ্যাকাউন্টে তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও একক ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে তাকে নানারকম হুমকি দিতে থাকেন।

আসামিপক্ষের আইনজীবী এম জুয়েল আহমেদ বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। এই আসামির সঙ্গে বাদীর বিয়ে হওয়ার তথ্যপ্রমাণ নেই।

Share.

About Author