স্টাফ রিপোর্টারঃ
প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিকী কর্মবিরতি পালন করেছে সাংবাদিকরা।
আজ বুধবার সকালে কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ও দুপুরে কিশোরগঞ্জ জেলা রির্পোটার্স এসোসিয়েশনের উদ্যোগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই মানববন্ধন ও কর্মবিরতির আয়োজন করা হয়।
এসময় সাংবাদিকরা বলেন, সংবাদ সংগ্রহের সময় স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছা সাংবাদিক রোজিনা ইসলাকে যেভাবে হেনস্তা ও শারীরিক ভাবে নির্যাতন করেছে তার সুষ্ঠু বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহার করে রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি দেওয়া না হলে আরো কঠোর আন্দোলন করা হবে। সেই সাথে স্বাস্থ্যমন্ত্রী ও অতিরিক্ত স্বাস্থ্য সচিব জেবুন্নেছাকে প্রত্যাহার করার দাবি জানান।
এসময় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. আ ন ম নৌশাদ খান, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক এনায়েত করিম অমি, কবি বাধন রায়, সাংবাদিক আলম সারোয়ার টিটু, নূর মোহাম্মদ, শফিক আদনান, আশরাফুল ইসলাম, তাফসিলুল আজিজ, মাজহার মান্না, সাইফুল মালেক চৌধুরী, আনোয়ারুল ইসলাম ভূঞা, বিজয় রায় খোকা, শরীফুল ইসলাম, টিটু দাস, রোমন চক্রবর্তী, আব্দুল কাদির, আব্দুল্লাহ আল মামুন পলাশ, আলম ফয়সাল, সুলতান রায়হান রিপন, শহীদুল ইসলাম পলাশ, সাজন আহম্মেদ পাপন, আশরাফ আলী, এ এম উবায়েদ, আলী রেজা সুমন, কাঞ্চন শিকদার, শরফ উদ্দিন হোসাইন জীবন, মোবারক হোসেন, আব্দুর রব, আল আমিন, শাহরিয়ার হৃদয়, হুমায়ুন কবির, আতিকুর রহমান কাজিন, লিমা আক্তার মিতু, কামরুজ্জামান রাসেল, তন্ময় আলমগীর, হুমায়ুন কবীর, উবায়দুল্লাহ ভূবন, দেলোয়ার, মনির হোসেন, রিফাত চৌধুরী, ফরহাদ হোসেনসহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত থেকে এর প্রতিবাদ জানান।