স্টাফ রিপোর্টারঃ
প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে কিশোরগঞ্জ রিপোটার্স ইউনিটির উদ্যোগে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অনলাইন নিউজ পোর্টাল বিডি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক ও রিপোটার্স ইউনিটির আহবায়ক আহমাদ ফরিদ।
বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, দৈনিক যায়যায় দিন পত্রিকার বাজিতপুর উপজেলা প্রতিনিধি মহি উদ্দিন লিটন, সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী, দৈনিক রুপালী বাতার্র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান লিপন, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফুদ্দিন হোসাইন জীবন, দৈনিক সবুজ নিশানের জেলা প্রতিনিধি ফরহাদ ইসলাম, বিডি চ্যানেল ফোরের চীফ রিপোটার্র রিফাত ইসলাম, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল রানা, দৈনিক আলোকিত সময়ের জেলা প্রতিনিধি মিজানুর রহমান রিপন, দৈনিক আজকের বসুন্ধরার বিশেষ প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজ, স্বদেশ বিচিত্রার প্রতিনিধি দেলোয়ার হোসেন নানক, কালের নতুন সংবাদের পাকুন্দিয়া প্রতিনিধি রাসেল মিয়া।
কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও কালের নতুন সংবাদের সম্পাদক মোঃ খায়রুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দৈনিক খবরের জেলা প্রতিনিধি মিনহাজ কুরায়শী ছোটন, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, কলামিষ্ট সাদেক আহমেদ, বিশ^ মানচিত্র পত্রিকার প্রতিনিধি মাসুদ মিয়া, দৈনিক প্রভাতী খবরের প্রতিনিধি এনামুল হক সেলিম, আনিসুর রহমান, সাইফুল্লাহ, কবি রাশেদ মনির, জয়নাল আবেদীন জয় প্রমুখ।
মানববন্ধনে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।