রোজিনা ইসলামের মুক্তির দাবিতে পাকুন্দিয়া প্রেসক্লাবের মানববন্ধন

0

আছাদুজ্জামান খন্দকারঃ
প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাব। আজ শনিবার সকাল ১১টার দিকে পাকুন্দিয়া প্রেসক্লাবের সামনে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের শাস্তির দাবি করা হয়।

পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূইয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খন্দকার, সহ-সাধারণ সম্পাদক আনম তানভীর হায়দার ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরীকুল হাসান শাহীন, কার্যকরী সদস্য এসএএম মিনহাজ উদ্দিন, রাজন সরকার, মুহিবুল্লাহ বচ্চন, মিজানুর রহমান ও সোলায়মান কবীর প্রমুখ। মানববন্ধনে প্রেসক্লাবের সকল সদস্যরা অংশ নেয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, অনিয়ম-দুর্নীতি ও সমাজের সমস্যা জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকদের কাজ। রোজিনা ইসলাম তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্য সচিবালয়ে যেসব কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা হেনস্থা হয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। সরকারি নথি চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করতে হবে।

Share.