রোনালদো গোলহীন ৫২৩ মিনিট

0

 

রোনালদো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে টানা ৫২৩ মিনিট গোলহীন। চলতি মৌসুমে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে স্পোর্টিং লিসবন ও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই গোল করেন রিয়াল মাদ্রিদের এ তারকা খেলোয়াড়।এরপর টানা ৫২৩ মিনিট গোলহীন তিনি। রোনালদোর সবচেয়ে বেশি গোলহীন থাকা সময় এটি ।

নাপোলির বিপক্ষে রোনালদোর পাস থেকে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন টনি ক্রুস। চলতি মৌসুমে তিনি পাঁচ গোলে অ্যাসিস্ট করেছেন। চ্যাম্পিয়ন্স লীগে এক মৌসুমে সর্বোচ্চ এসিস্টের ঘটনা এটি তার।এছাড়া ম্যাচের একেবারে শুরুতে তার দারুণ একটি পাস থেকে প্রায় গোল করে ফেলেন করিম বেনজেমা। কিন্তু নাপোলির গোলরক্ষক সেটাকে দারুণভাবে রুখে দেন। চ্যাম্পিয়ন্স লীগে রোনালদোর শততম গোলের জন্য আরো অপেক্ষা করতে হচ্ছে।

ইউরোপ সেরা এ আসরে তার গোল সর্বোচ্চ ৯৫। মেসি ৯৩ গোল দ্বিতীয় স্থানে। বিরল গোল-খরায় ভুগছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছরের খারাপ সময় গেল এটি রোনালদো নিজে এ কথা বলেন।

Share.

About Author