মাই ২৪ বিডি ডেস্কঃ
রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে আছি। এবং সকলে মিলে রোহিঙ্গা ইস্যুতে এক সাথে কাজ করবো। বাংলাদেশ রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে বহন করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
আজ বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন পোশাক রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে ইনভলভমেন্ট আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে মার্কিন জনগণ বিভিন্নভাবে সহায়তা করেছে।
মন্ত্রী আরো বলেন, দেশের সব সিটি করপোরেশন ইস্যুতে তারা কাজ করতে চায়। তাদের প্রোগ্রাম সিডিসি নিয়ে আমাদের সঙ্গে কাজ করবে। এই ব্যাপাওে আমাদের আগ্রহের কথা প্রকাশ করেছেন।