স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত কৃষক লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া হেভেন (৫২) কে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া শফিকুল ইসলাম সদর উপজেলার অষ্টবর্গ এলাকার নুরুল আলম ভূইয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মোঃ শফিকুল ইসলাম ভূইয়া হেভেন। তাকে গ্রেফতারে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার সময় কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলামের বিরুদ্ধে গত বছরের ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। গ্রেফতারের পর তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।