শিক্ষক সুলতান উদ্দিনের দাফন সম্পন্ন

0

মিজানুর রহমানঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা অছমউদ্দিন উচ্চবিদ্যালয়ের দাতা, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ সুলতান উদ্দিন ভূঁইয়া (৮০)। তিনি শুক্রবার রাত ১২.৩০ মিনিট নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

১৯৭১ সালে নান্দলা অছমউদ্দিন উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। স্কুলটি জন্য তিনি ৩ একর জায়গা দান করেন। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে তিনি দ্বায়িত্ব পালন করেন। এই মহান, আলোকিত ব্যক্তির জানাজার আজ শুক্রবার দুপুরে ২.৩০ মিনিট তাঁর প্রতিষ্ঠিত প্রানের স্কুল নান্দলা অছমউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানজার নামাজে কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, মোঃ নাজমুল আলম, চৌদ্দশত ইউপি চেয়ারম্যান মোঃ আতাহার আলী সহ কয়েক হাজার মানুষ জানাযায় অংশগ্রহন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা, উপজেলার শিক্ষক সমিতিসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ছেন।

Share.