স্টাফ রিপোর্টারঃ
২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চালু হওয়া ৪ বছরের ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৩ বছরে রুপান্তর করার লক্ষ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র বক্তব্যের প্রতিবাদ এবং এই শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান সমস্যা নিরসনসহ ৪ দফা দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের জেলা আইডিইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিয়িারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।
লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব আইয়ুব আলী বলেন, ২২ বছর ধরে সফলতার সাথে এই কোর্সের মাধ্যমে দেশ ও বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সমাদৃত হচ্ছেন। বৈশি^ক কর্মবাজারের ধরন বিবেচনায় অনেক দেশে কোর্সের মেয়াদ ৪বছর বা তারও বেশি। সে সময় বর্তমান শিক্ষামন্ত্রী অভিভাকদের অর্থ সাশ্রয়ের যুক্তি দেখিয়ে ৪ থেকে ৩ বছরে নিয়ে আসার পরিকল্পনা অযৌক্তিক।
এসময় আইডিইবির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল কাইয়ুম আকন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক আহমেদ, জেলা সংগ্রাম কমিটির আহবায়ক প্রকৌশলী হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।