শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টারঃ
২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চালু হওয়া ৪ বছরের ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৩ বছরে রুপান্তর করার লক্ষ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র বক্তব্যের প্রতিবাদ এবং এই শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান সমস্যা নিরসনসহ ৪ দফা দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে শহরের জেলা আইডিইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিয়িারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।

লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব আইয়ুব আলী বলেন, ২২ বছর ধরে সফলতার সাথে এই কোর্সের মাধ্যমে দেশ ও বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সমাদৃত হচ্ছেন। বৈশি^ক কর্মবাজারের ধরন বিবেচনায় অনেক দেশে কোর্সের মেয়াদ ৪বছর বা তারও বেশি। সে সময় বর্তমান শিক্ষামন্ত্রী অভিভাকদের অর্থ সাশ্রয়ের যুক্তি দেখিয়ে ৪ থেকে ৩ বছরে নিয়ে আসার পরিকল্পনা অযৌক্তিক।

এসময় আইডিইবির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল কাইয়ুম আকন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক আহমেদ, জেলা সংগ্রাম কমিটির আহবায়ক প্রকৌশলী হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

Share.